তোর সুখের বারাত
যেথায় থাকিস ভাল থাকিস, প্রিয় সুখি খান,
বিধি ওরে ভাল রাখিস, ওযে আমার জান।
আমি না হয় একটু দুখে, কাটাবো দিনরাত,
বিধির কাছে চেয়েছিলাম, তোর সুখের বারাত।
দেখে আমার ভালই লাগে, প্রিয়ার সুখের বান।
সুখে দু:খে গাইবো আমি, প্রিয়া তোরই গান।
বিধি ওরে ভাল রাখিস, ওযে আমার জান।
এই জনমে জানি আমি, তারে পাবো না,
তবু আমার মনেরে দেই, মিছা শান্তনা।
প্রিয়া বীনা জীবন মিছা, মিছা অভিযান,
তোরি প্রেমে জীবন আমার হয় যেন অবসান।
সুখে দু:খে গাইবো আমি, প্রিয়া তোরই গান।
বিধি ওরে ভাল রাখিস, ওযে আমার জান।
নামাজ পড়ে মোনাজাতে, বলছি খোদা তোরে,
স্বর্গ নরক চাইনা আমি, চাই যে শুধু ওরে।
ইবাদতের সকল সওয়াব, করলাম ওরে দান,
পরকালে আমার কাছে, পাই যেন মোর জান।
সুখে দু:খে গাইবো আমি, প্রিয়া তোরই গান।
বিধি ওরে ভাল রাখিস, ওযে আমার জান।
যেথায় থাকিস ভাল থাকিস, প্রিয় সুখি খান,
বিধি ওরে ভাল রাখিস,ওযে আমার জান।
মোহাম্মদ সহিদুল ইসলাম
সিঙ্গাপুর