অসিত কুমার বাড়ৈ # হৃদয়ে বাংলা ডট কম
ছাপ্পান্ন হাজার বর্গমাইল আজো –
কাঁদে তোমার লাগি,
লাল সবুজেরা স্বপ্ন এঁকে যায় –
সারা নিশি দিন জাগি।
বন্ধু তুমি এ বঙ্গের লাগি উজার করে দিলে প্রাণ,
বিশ্বে রবে অনন্তকাল সেই ভালোবাসার টান।
পনেরই আগষ্টের প্রথম প্রহরে –
যেন আচমকা গুলির শব্দ,
কতক পাষণ্ড হলিখেলায় মেতেছিলো-
ছিল বিশ্ব বিবেক স্তব্ধ।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালির –
দেহ সোপানে গড়ায়,
আট কোটি বাঙ্গালির হৃদয়ের রক্ত –
নিমিষেই শুধু ঝড়ায়।
একে একে তোমার স্বজনেরা সবাই –
তখন রক্তে রাঙ্গালে দেহ,
স্বদেশী পিশাচ ঐ নরপশুদের হাতে –
সেদিন মুক্তি পায়নি কেহ।
শকুন হায়েনারা উল্লাসে মেতেছিল –
গগন করেছিলো আহাজারি,
মৃত্যুর মিছিলে পরিণত হয়েছিল –
ধানমণ্ডির বত্রিশ নম্বর বাড়ি।
তুমি নিজের রক্তে বাঙ্গালি জাতিকে –
সেদিন করে গিয়েছো ঋণী,
যা কোনকিছুর বিনিময়ে শোধিতে আমরা
পারবোনা কোনদিন-ই,
সেদিন, যারা তোমার রক্তে হাত রাঙ্গালো –
সেই পাষণ্ডদের ধিক,
জাতি তাদের করেনিকো ক্ষমা –
বিচার করেছে ঠিক।
শুধু বঙ্গ আছে বন্ধু নাই আজ –
ভাবিতে পারিনা কিছু,
তোমার স্মৃতি স্মরণে অনন্তকাল –
করিবো মাথা নিচু ।।
উৎসর্গঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।