সন্দ্বীপে এসডিআই’র গনতান্ত্রিক সু-শাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠান বা EUCSO প্রকল্পের উদ্যোগে এক রিফ্রেসার্স ট্রেনিং অনুষ্ঠিত হয়। “নাগরিক কর্তৃক সামাজিক জবাবদিহিতা বিষয়ক তথ্য সংগ্রহ প্রক্রিয়া” শীর্ষ প্রশিক্ষনের উদ্বোধন করেন রিকল প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী বাবু অতুল কৃষ্ণ মজুমদার।
এসডিআই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ইলিয়াস কামাল বাবু।এসডিআই সন্দ্বীপ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সাইদুর রহমান।
প্রকল্পের স্বেচ্ছাসেবক আব্দুল হামিদ সুমনের সাবলীল উপস্থাপনায় বক্তব্য রাখেন বাদল রায় স্বাধীন,রিকল প্রজেক্টের এফএফ মালতি সরকার ও ডিয়ার প্রকল্পের ট্রেনিং এসিসট্যান্ট আব্দুর রহিম, সিবিও সদস্য ফাতেমা বেগম প্রমুখ।
বক্তারা বলেন এসডিজি অর্জনে স্বাস্থ্যসেবার ভুমিকা, ফ্যামেলী ওয়েলফেয়ার সেন্টার ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীদের দায়িত্বে স্বচ্ছতা ও জবাব দিহিতা সৃষ্টি করা এবং সেবা গ্রহীতাদের সেবা প্রাপ্তি নিশ্চিত করার পেছনে কি কি সমস্যা বিরাজমান সেগুলো তুলে ধরে প্রশাসনিক লেভেলে উপস্থাপনের মাধ্যমে সংশ্লিষ্ট অধিদপ্তরের দৃষ্টি আকর্ষন এই সার্ভের মুল উদ্দেশ্য। তার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তর পরবর্তী পদক্ষেপ গ্রহনে একটি গাইডলাইন পাবে বলে তারা উল্লেখ করেন। উল্লেখ্য যে ৪ টি ইউনিয়নে মোট ২৫ জন সদস্য এ তথ্য সংগ্রহে কাজ করবেন।
সন্দ্বীপ থেকে
বাদল রায় স্বাধীন
হৃদয়ে বাংলা ডট কম