নব নির্বাচিত সন্দ্বীপ পৌরসভা আওয়ামী নেতৃবৃন্দ পৌরসভার পাঁচটি পূঁজা মন্ডপ পরিদর্শন করেছে ৭ অক্টোবর। পুজা পরিদর্শনকালন সময়ে তারা পৌরসভা এলাকায় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষনার সাথে একাত্বতা পোষন করে মাদক ও সন্ত্রাস নির্মুলের প্রতিশ্রুতি প্রদান করেছেন। তারা বলেন শুধু মাদক ও সন্ত্রাস নির্মুল নয় সকল অন্যায় অনিয়ম বন্ধ সহ সনাতনী সম্প্রদায়ের অধিকার রক্ষায় পৌর আওয়ামীলীগ সদা সচেতন থাকবে। পূজা পরিদর্শনের নেতৃত্বে ছিলেন নব নির্বাচিত সভাপতি মোক্তাদের মাওলা সেলিম ও সাধারন সম্পাদক সফিকুল মাওলা সফিক। হরিশপুর শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের প্রধান উপদেষ্ঠা বাদল রায় স্বাধীনের সঞ্চালনায় উক্ত মন্ডপে বক্তব্য রাখেন সাবেক পৌর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, পৌরসভা ৯ নং ওয়ার্ডের সভাপতি মোঃ শামসুদ্দীন, ৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ আলমগীর, ২ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আবুল কাসেম প্রমুখ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ এর প্রতিনিধি ও ছাত্রলীগের সদস্য সহ রক্ষাকালী মন্দিরের সভাপতি বিপ্লব চন্দ্র রায়, সহ-সভাপতি রনজিত মজুমদার, সাধারন সম্পাদক
শ্যামল মজুমদার, সাংগঠনিক সম্পাদক মিঠু মজুমদার, কোষাধক্ষ্য কুঞ্জ লাল দাস উপস্থিত ছিলেন।সভাশেষে সভাপতির ব্যক্তিগত তহবিল থেকে প্রতি মন্ডপে নগদ পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
সন্দ্বীপ থেকে
বাদল রায় স্বাধীন
হৃদয়ে বাংলা ডট কম