সন্দ্বীপে এবারে দুর্গাপূ্জা উদযাপিত হলো ২৩ টি মন্ডপে। কিন্তু এবারের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও এমপির ব্যক্তিগত বরাদ্ধ বিগত দিনের রেকর্ড ভেঙ্গেছে। এ পর্যন্ত কোথাও সামান্য কোন অপ্রীতিকর বা বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনা ঘটেনি। এটি এমপির বলিষ্ঠ নেতৃত্বের ফসল বলে মনে করছেন সন্দ্বীপ সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্ধ। এছাড়াও এমপির ব্যক্তিগত বরাদ্ধ রেকর্ড ভেঙ্গেছে বলে মন্তব্য করলেন সন্দ্বীপ শারদান্জলী ফোরামের সাধারন সম্পাদক বাদল রায় স্বাধীন। তিনি বলেন প্রতিটি মন্ডপে ৪৪ হাজার টাকা করে মোট দশ লক্ষ বার হাজার টাকা প্রদান বিগত দিনের রেকর্ড ভেঙ্গেছে। এছাড়াও প্রতিটি মন্ডপে ১০ টি করে দুস্থ মহিলাদের জন্য মোট ২৩০ টি শাড়ি প্রদান এমপির মানবিক গুনাবলীর পরিচয় বহন করে। উল্লেখ্য যে এমপি ব্যক্তিগত সফরে দেশের বাইরে অবস্থান করায় তার পক্ষ থেকে ২৩ টি মন্ডপে তার প্রতিনিধি হিসেবে প্রতিটি মন্ডপে এই সহায়তা পৌঁছে দিয়েছেন উপজেলা ভাইস চেয়াররম্যান মাঈন উদ্দীন মিশন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আলাউদ্দীন বেদন,সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল, দপ্তর সম্পাদক আবু তাহের, উপজেলা ছাত্র লীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন এমপির ব্যক্তিগত সহকারী জসিম উদ্দিন প্রমুখ।ছবিতে হরিশপুর শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে এই অনুদান গ্রহন মন্দিরের প্রধান উপদেষ্টা বাদল রায় স্বাধীন,উপদেষ্ঠা শৈবাল দে মনা, সমন্বয়ক কার্তিক চক্রবর্তী, সভাপতি বিপ্লব চন্দ্র রায়,সহ-সভাপতি রনজিত মজুমদার, সম্পাদক শ্যামল মজুমদার,সাংগঠনিক সম্পাদক মিঠু মজুমদার, ক্যাশিয়ার কুঞ্জ লাল দাস সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সন্দ্বীপ থেকে
বাদল রায় স্বাধীন
হৃদয়ে বাংলা ডট কম