ঘুর্নিঝড় বুলবুলের সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় ও ক্ষয় ক্ষতি কমিয়ে আনতে হরিশপুর ২ নং ইউনিট সিপিপির স্বেচ্ছাসেবকদের প্রচারনা শুরু হয়েছে সবার আগে এবং নারী স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বৃদ্ধি ও রাস্তা,বেড়িবাঁধে মানুষকে সচেতন করছে।এছাড়াও পরিত্যাক্ত সাইক্লোন সেল্টারকে সুইপার দিয়ে অবস্থান উপযোগী করে তুলেছে তারা।
সিপিপি হরিশপুর ২ নং ইউনিটের সাথে একাত্ম হয়ে পৌর মেয়র জাফর উল্যা টিটু, পৌর -আওয়ামীলিগ সভাপতি মোক্তাদের মাওলা সেলিম, কমিশনার শাহাদাৎ বিল্লাহ খাঁন মহসিন ও ইউনিয়ন টিম লিডার মোঃ দুলাল প্রচারনা চলাচ্ছেন। ২ নং ইউনিটের টিম লিডার কার্তিক চক্রবর্তী,বাদল রায় স্বাধীন,মিঠু মজুমদার,পলি রানী নাথ,অশ্রু বিশ্বাস,ঝিনুক বিশ্বাস,সীমা ভদ্র, সতি রানী ভদ্র, পাভেল রায়, প্রান্ত চক্রবর্তী, শুভ দে সবার অংশ গ্রহন ছিলো সক্রিয় ও চোখে পড়ার মতো। বাদল রায় স্বাধীন জানান সর্বোচ্চ প্রচারনা চালিয়ে আমরা মানুষকে সচেতন করেছি। আশা করি সন্ধ্যার পুর্বে সবাই সেল্টারে অবস্থান নেবে। আমাদের প্রচারনায় গর্ভবতী,প্রসুতি নারী ও প্রতিবন্ধী এবং বৃদ্ধদের সবার আগে শেল্টারে নেওয়ার আহব্বান ছিলো প্রচারনায় ব্যতিক্রম। আমার সহযোগী সকল স্বেচ্ছাসেবকদের পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই। এবং ঘুর্নিঝড়ের সংকেত বিপদ সীমার নিচে নামা পর্যন্ত সকলে সক্রিয় থাকবে সেটা প্রত্যাশা করছি।
সন্দ্বীপ থেকে
বাদল রায় স্বাধীন
হৃদয়ে বাংলা ডট কম